You are currently viewing ক্যাপ্টেন

ক্যাপ্টেন

খুব ছোটখাটো কারণেও জুয়েলের কিশোর মন প্রতিবাদী হয়ে ওঠে। একজন শিক্ষক যখন প্রাইভেট কোচিং করানোর নামে ছাত্র-ছাত্রীদের মধ্যে বৈষম্য তৈরি করে, ছাত্র-ছাত্রীদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করে তখন জুয়েল প্রতিবাদ করে। তার সঙ্গে যোগ দেয় ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীরাও। ক্লাস ক্যাপ্টেন জুয়েল সাধারণ ছাত্র-ছাত্রীদের কাছে হয়ে ওঠে সত্যিকারের একজন ক্যাপ্টেন, পথ প্রদর্শক।

একজন ক্লাস ক্যাপ্টেন, প্রতিবাদী কিশোর, জনপ্রিয় কিশোর নেতাকে নিয়ে লেখা কথাসাহিত্যিক জিল্লুর রহমানের রোমাঞ্চকর সামাজিক কিশোর উপন্যাস, ক্যাপ্টেন।

admin

জিল্লুর রহমান ০১ সেপ্টেম্বর ১৯৬৮ খ্রি. দিনাজপুর জেলার বিরল উপজেলার মির্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা: মৃত: ইউনুছ আলী, মাতা: মোছা. মরিয়ম নেছা। মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস করার পর ধর্মপুর ইউ.সি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি এবং দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে প্রথম বিভাগে ডিপ্লোমা-ইন-সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করেন। পাশাপাশি বিরল কলেজ থেকে এইচ.এস.সি পাস করেন। ছাত্রজীবন শেষে তিনি স্কাই টাচ এ্যাপার্টমেন্ট, বেসরকারি সংস্থা কারিতাস এবং নটরডেম কলেজে দীর্ঘ দিন কাজ করার পর শিক্ষা মন্ত্রণালয়ের ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্ট বর্তমান শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে যোগদান করেন। বর্তমানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলায় নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। লেখালেখির অভ্যাস ছাত্রজীবন থেকেই, তার লেখা প্রথম কবিতা প্রকাশিত হয়ে দৈনিক তিস্তা পত্রিকায় তারপর দৈনিক উত্তর বাংলাসহ বেশ কয়েকটি পত্রিকায় তার লেখা কবিতা প্রকাশিত হয়। প্রথম কাব্যগ্রন্থ ছোট্ট একটি ভালোবাসা প্রকাশিত হয় ২০০৪ সালে। তারপর শুরু হয় উপন্যাস লেখা। ২০০৫ সালে প্রকাশিত হয় প্রথম উপন্যাস ভ্যালেনটাইনস ডে। তারপর বিভিন্ন প্রকাশনা থেকে একে একে প্রকাশিত হতে থাকে ০১ টি কাব্যগ্রন্থ, ০৬ টি কিশোর উপন্যাস, ১৭ টি উপন্যাস, ০২ টি গল্পগ্রন্থ এবং ধারাবাহিক উপন্যাস গডফাদারের ০১-০৩ খণ্ডসহ মোট ২৯ টি (অমর একুশে গ্রন্থমেলা-২০২৪ এ প্রকাশিতব্য, সিক্রেট ডায়েরি সহ) গ্রন্থ প্রকাশিত হয়। কথাসাহিত্যিক জিল্লুর রহমান-এর লেখা ছোটগল্প অবলম্বনে, ’’একজন কবি আব্দুর রাজ্জাক’’ নামে একটি সিঙ্গেল নাটক জনপ্রিয় টিভি চ্যানেল মাছরাঙা এবং ’’ব্যাপারটা ভয়ঙ্কর’’ প্রচারিত হয়েছে জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভিতে। তাছাড়া তার একটি নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, যার নাম জেড আর টিভি। জেড আর টিভিতে দাগ নামে ০১ টি ২০ পর্বের ধারাবাহিক নাটক, ১০ টি সিঙ্গেল নাটক প্রচারিত হয়েছে। মোবাইল-০১৭১৮১৫৭০৭৬ Email address : :writeryillur@gmail.com Web : www.writerzillur.com Youtube : www.youtube.com/@ZillurRahmanWriter Facebook : www.facebook.com/profile.php?id=100000449437795

Leave a Reply